শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫, কার্তিক ৩০ ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

যে কারণে টেস্ট ম্যাচের শেষ দিনে বিপিএল নিলাম

 প্রকাশিত: ১১:১৪, ১৪ নভেম্বর ২০২৫

যে কারণে টেস্ট ম্যাচের শেষ দিনে বিপিএল নিলাম

নিলামের দিনক্ষণ নিয়ে নানা দোলাচল শেষে বিপিএল গভর্নিং কাউনন্সিল চূড়ান্ত করেছে ২৩ নভেম্বর তারিখটি। কিন্তু একটি খটকা ঘুরপাক খাওয়ার কথা অনেকের মনেই। সেই দিনটি তো বাংলাদেশ-আয়ারল্যান্ড মিরপুর টেস্টের পঞ্চম দিন!

মিরপুর টেস্ট পঞ্চম দিনে গড়াবে কি না, এ নিয়ে হাস্যরস হতেই পারে। টেস্ট ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচ চলার সময় বিপিএল নিলাম হতে পারবে না, এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তবে বাংলাদেশের বাস্তবতায় দেশের মাঠে টেস্ট চলার সময় বিপিএল নিলাম বেশ কৌতূহল জাগানিয়াই বটে।

সেটির কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো মজার তথ্য। যেখানে আবার মিশে আছে বিসিবির অসহায়ত্বও।

বিপিএল নিলামের জন্য গভর্নিং কাউন্সিল শুরুতে পাখির চোখ করেছিলেন ১৭ নভেম্বর দিনটিকে। পরে সেটি পিছিয়ে তারা তাকিয়ে ছিল ২১ নভেম্বরের দিকে। কোনোটিরই অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। শেষ পর্যন্ত ২৩ নভেম্বরকে চূড়ান্ত করা হয়।

কেন টেস্ট ম্যাচের শেষ দিনকেই বেছে নেওয়া হলো, কেন আর দু-একদিন পরে নয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেটির ব্যাখ্যা দিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।

‘‘বিপিএলের নিলামের জন্য পাশাপাশি দুটো বড় বলরুম থাকা জরুরি। কিন্তু কোন হোটেলে দুটো রুম একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। ২১, ২২, ২৪ বা ২৫ নভেম্বরেও কোথাও ফাঁকা ছিল না। তাই বাধ্য হয়ে নিলামের দিনক্ষণ চূড়ান্ত করা হলো ২৩ নভেম্বর। লা মেরিডিয়ানে দুটো রুম একসঙ্গে পাওয়া গেছে। এখানে আগেও বিসিবি বিপিএলে ড্রাফটের অনুষ্ঠান করেছে।’’

নিলামের কেন্দ্রীয় স্টেজ, ফ্র্যাঞ্চাইজি ডেস্ক, সম্প্রচার, সংবাদমাধ্যমকে জায়গা দেওয়া, সব সামাল দিতে পাশাপাশি দুটি হল ছাড়া উপায় নেই। ভেন্যুর প্রাপ্তিই নির্ধারণ করে নিয়েছে বিপিএল নিলামে দিন।

আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার নিলাম পদ্ধতিতে ফিরছে বিপিএল। এবারের আসর হবে পাঁচ দল নিয়ে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির জটিলতা এখনও কাটেনি। ১০ কোটি টাকার গ্যারান্টি জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু তা জমা দিয়েছে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি। পরে সময় বাড়ানো হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত।