মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

খেলা

দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

 প্রকাশিত: ২০:১৯, ১১ নভেম্বর ২০২৫

দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫।

এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন টেনিস খেলোয়াড় তৈরিতে এই টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা।

ইতোমধ্যে টুর্ণামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে সংষ্কার করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আগামী বুধবার বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে এই টুর্ণামেন্ট শুরু হবে। টুর্ণামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করবে। টেনিস ক্লাবে প্রবেশের জন্য কোন টিকেটের ব্যবস্থা রাখা হয়নি।

আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এসময় আরো বক্তব্য রাখেন নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী মো: ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন