মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

খেলা

দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওয়ারিসাও ওমনিয়া শীষ

 আপডেট: ২০:২০, ১১ নভেম্বর ২০২৫

দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওয়ারিসাও ওমনিয়া শীষ

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে এবং বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৩ খেলায় ২ পয়েন্ট ও তাশরিক সায়হান শান ১ পয়েন্ট পেয়েছেন। তিন খেলায় ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মোঃ জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ২ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি ও ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান দেড় পয়েন্ট করে পেয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে আলিনা হায়দার কোন পয়েন্ট পাননি।

দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা আজ অনুষ্টিত হয়। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার সিঙ্গাপুরের লি ক্লোই লিং এনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা পাকিস্তানের খাদিজা আনুমকে ও জান্নাতুল প্রীতি কেনিয়ার মিলান সুতেরকে পরাজিত করেন।

রায়ান রশিদ মুগ্ধ মালয়েশিয়ার মুহঃ হাত্তা হাক্কির সাথে, আজান মাহমুদ ভারতের প্রানিত রাস্তোগিরের সাথে ও সাফায়েত কিবরিয়া আজান সিঙ্গাপুরের লিন ই ক্রিস্টোফারের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মালয়েশিয়ার মাসরিন বিন এরায়ানের কাছে, তাশরিক সায়হান শান ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তার কাছে, মোঃ জায়ান খান ভারতের ফিদে মাস্টার মোঃ রিয়ানের কাছে, সিদরাতুল মুনতাহানা অস্ট্রেলিয়ার ডানিয়েল সুরিয়ার কাছে ও আলিশা হায়দার সিঙ্গাপুরের হুয়াং এনিয়ার কাছে হেরে যান।

বিকেলে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার শেখর চন্দ্র সাহুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার দক্ষিণ আফ্রিকার কগওয়ালে ওবোতেগিলেকে, রায়ান রশিদ মুগ্ধ সিঙ্গাপুরের ইয়েপ জিং চেনকে, আজান মাহমুদ ভারতের তেজাস তিওয়ারিকে, জায়ান খান মালদ্বীপের মোহাম্মদ সাহিল সামিরকে ও সিদরাতুল মুনতাহানা নাফি দক্ষিণ আফ্রিকার তিমমেরাস ইসাবেলাকে পরাজিত করেন।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা শ্রীলংকার রামানায়েকে নিমিনদি লিনায়ের সাথে, জান্নাতুল প্রীতি মালয়েশিয়ার এলিস খিয়ং ই সুয়েনের সাথে ড্র করেন। তাশরিক সায়হান শান মালয়েশিয়ার কার্তিকেয়ান রাজেন্দ্রানের কাছে, সাফায়েত কিবরিয়া আজান এন সিঙ্গাপুরের ঝেং হে শারম্যানে কাছে ও আলিশা হায়দার মালদ্বীপের মানিকা নাওশিন আলির কাছে হেরে যান।