রোববার ০২ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

জাতীয়

দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ

 প্রকাশিত: ২০:০৮, ১ নভেম্বর ২০২৫

দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ

ময়মনসিংহ, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : দশম ওয়েজ বোর্ড গঠন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (জেইউএম)। 

আজ শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেইউএম সভাপতি এম আইয়ূব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর ও সদস্য আব্দুল কাইয়ুম।

নেতৃবৃন্দ অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রিন্ট, ইলেকট্রনিকসহ সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনমান নিশ্চিত করতে সময়োপযোগী বেতন কাঠামো বাস্তবায়নের বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার সম্পন্ন করার জন্য জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি তোলেন। 

তারা বলেন, সাংবাদিকরা দেশের গণতন্ত্র, অধিকার ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; তাই তাদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ সময় সমাবেশে উত্থাপিত দাবির প্রতি সংহতি জানান।