রোববার ০২ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

জাতীয়

দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি

 প্রকাশিত: ২০:০৯, ১ নভেম্বর ২০২৫

দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি

দিনাজপুর, ১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী অভিযানকালে দুইহাজার ২৫ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আজ শনিবার বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) -এর সদস্যরা বনতারা এলাকায় এসব ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধা ৬ টায় দিনাজপুর বিজিবি সেক্টর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বনতারা এলাকায় আজ দুপুরে  অভিযানকালে মালিক বিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদক দ্রব্যের মূল্য আনুমানিক এককোটি ৬২ লাখ টাকা।জেলার ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তের বনতারা বিশেষ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মূল্য এককোটি ৬২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ বন্ধে বিজিবি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।