মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

খেলা

আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

 প্রকাশিত: ০৭:০৭, ৯ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে জয়ের জন্য ২২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা। মিরাজ ৬০ ও হৃদয় ৫৬ রান করেন। 

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ২টি চারে ১০ রান করে আফগানিস্তান পেসার আজমতুল্লাহ ওমারজাইর বলে আউট হন ওপেনার তানজিদ হাসান। 

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২ রান করে ওমারাজাইর দ্বিতীয় শিকার হন তিনি। 

২৫ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। কিন্তু ২৮ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৫ চারে ২৬ রান করে স্পিনার নাঙ্গোলিয়া খারোতির বলে বিদায় নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সাইফ। 

৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর আফগানিস্তান বোলারদের উপর দাপট দেখিয়েছেন হৃদয় ও অধিনায়ক মিরাজ। ২৬তম ওভারে বাংলাদেশের রান ১শতে নেন তারা। 

দলের রান দেড়শ স্পর্শ করার আগেই হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয় ও মিরাজ। ছক্কা মেরে ৭৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হৃদয়। এই নিয়ে টান তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন হৃদয়। গত শ্রীলংকা সিরিজের শেষ দুই ম্যাচে দু’টি ৫১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার। ৭৪ বলে ওয়ানডেতে সপ্তম অর্ধশতক করেন মিরাজ।    

৩৫তম ওভারে বাংলাদেশের রান দেড়শ পার করে বিচ্ছিন্ন হন হৃদয় ও মিরাজ। রান আউটের ফাঁদে পড়েন ১টি চার ও ৩টি ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করা হৃদয়। মিরাজের সাথে চতুর্থ উইকেট জুটিতে ১৪২ বলে ১০১ রান যোগ করেন হৃদয়। 

দলীয় ১৫৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর আফগানিস্তানের দুই স্পিনার রশিদ ও এএম গাজানফারের ঘূর্ণিতে পড়ে নিয়মিত বিরতিতে বাকী উইকেটগুলোও হারায় বাংলাদেশ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা।

১টি করে চার-ছক্কায় ৮৭ বলে মিরাজ সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া পরের দিকে তানজিম হাসান সাকিব ১৭, তানভীর ইসলাম ১১ ও জাকের আলি ১০ রান করেন। 

বল হাতে আফগানিস্তানের ওমারজাই ও রশিদ ৩টি করে এবং গাজানফার ২ উইকেট নেন। এই ইনিংসে আফগানদের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২শ উইকেট পূর্ণ করেন রশিদ।