মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

শিক্ষা

বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত

 প্রকাশিত: ০৭:১৩, ৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও জাপান উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী বিনিময়, গবেষণা অংশীদারিত্ব এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও জোরদারে করতে সম্মত হয়েছে। 

জাপানের জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (জেআইইউ) সফরকালে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট কুরাবায়াশি মাসাতোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেআইইউ ও বাংলাদেশের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। আজ প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত দাউদ আলী শিক্ষা খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তনের মতো বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব দেন।

জেআইইউ কর্তৃপক্ষ রাষ্ট্রদূতের প্রস্তাবসমূহ আন্তরিকভাবে প্রশংসা করে এবং বাংলাদেশের সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব জোরদারের আন্তরিক আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশের দূতাবাসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগগুলো বাস্তবায়নে দূতাবাস পূর্ণ সহযোগিতা দেবে।

উভয়পক্ষ শিক্ষার মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধন আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।