বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

সুনামগঞ্জে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

 প্রকাশিত: ১০:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে জেলায় আজ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তরুণ সংবাদকর্মীদের নিয়ে ডাচ বাংলা ব্যাংক জেলার উদ্যোগে ব্যাংকের পিএলসি শাখায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

তরুণদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বিষয়ে অবহিতকরণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে  সম্যক ধারণা প্রদান করা ছিল এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। "গ্রাহক সেবাপক্ষ" নামে এ আয়োজনটি ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের নিয়ে এ অনুষ্ঠানটি চলমান থাকবে বলে জানান কর্তৃপক্ষ ।

এতে আলোচ্য বিষয়সমুহের মধ্যে ছিল, আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা, ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে। মুল বক্তব্য উপস্থাপন করেন ডাচ বাংলা ব্যাংক পিএলসির জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ।

অনুষ্ঠানে তরুণ সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,  সাংবাদিক মুহাম্মদ  আমিনুল হক, কুলেন্দু শেখর দাস, এ কে মিলন আহমেদ, জেনিয়া আক্তার, ইশরাত জাহান মৌ, মুশফিকুর রহমান,  তুর্জ দাস, জাকারিয়া আহমেদ, তানভীর আহমেদ, কামরান আহমেদ  প্রমুখ।