বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা

 প্রকাশিত: ১০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা

logo

বৃহস্পতিবার | ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

Archive EN

শিরোনাম

 

 একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার

 আন্তর্জাতিক

কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা

 বাসস   

 

  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button

 

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে দিতে রাশিয়াকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা (উত্তর কোরিয়ার সৈন্যরা) বীরত্বপূর্ণভাবে লড়াই করেছে।

 

চীনের রাজধানী বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

বেইজিংয়ে কিম জং উনের সঙ্গে এক বৈঠকে পুতিন উত্তর কোরিয়ার আস্থা ও বন্ধুত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাশিয়ার পক্ষে সৈন্য পাঠানোর সিদ্ধান্তটি ছিল উত্তর কোরিয়ার নেতার।’ এজন্য কিমকে ধন্যবাদ জানান তিনি।

 

সাড়ে ৩ বছর আগে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার অন্যতম প্রধান মিত্র হয়ে ওঠে। গত বছর কিয়েভের আকস্মিক পাল্টা আক্রমণের পর ক্রেমলিনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দিতে সাহায্য করার জন্য কয়েক হাজার সৈন্য ও কনটেইনার বোঝাই অস্ত্র পাঠায় উত্তর কোরিয়া।

 

কিম জং উনের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘এটি আমাদের নতুন চুক্তির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ছিল। আমি মনে রাখবো যে, আপনার সৈন্যরা সাহসিকতার সঙ্গে এবং বীরদর্পে লড়াই করেছে। আপনার সশস্ত্র বাহিনী এবং আপনার সেনাদের পরিবারের ত্যাগ আমরা কখনো ভুলব না।’