বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ

 প্রকাশিত: ১০:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ

খুলনা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): নগরীতে নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করার জন্য পুলিশ (কেএমপি)র পক্ষ থেকে অবহিতকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ কেএমপির একাধিক টিম নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করেন।

ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস্ এই ভিডিও’তে দেখানো হয়েছে।

কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনা করেন।

সড়ক ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকার বিষয়েও মোটিভেশনাল বক্তব্য দেন।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। পল্লীমঙ্গল দিবা কালীন মাধ্যমিক বিদ্যালয়, এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয় ও নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল লইসলাম,বিপিএম-সেবা।

এ বিষয়ে কেএমপি'র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, ধারাবাহিকভাবে স্কুলগুলোতে সড়ক ব্যবহারসহ মাদক ও মানব পাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে। প্রতিদিন ৬টি করে স্কুলে এই কর্মসূচি চলছে। শহরের প্রতিটি স্কুল এই অবহিতকরণ কর্মসূচি পরিচালনার উদ্যোগ রয়েছে।