বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৯ ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বাছাইপর্বে ইতালি দলে ফিরলেন টোনালি

 প্রকাশিত: ১৬:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাছাইপর্বে ইতালি দলে ফিরলেন টোনালি

Archive EN

শিরোনাম

  1.  
  2.  খেলাধুলা

বাছাইপর্বে ইতালি দলে ফিরলেন টোনালি

 বাসস   

  ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৫

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : এস্তোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি দলে ডাক পেয়েছেন কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওটা সান্দ্রো টোনালি। নতুন কোচ জেনারো গাত্তুসোর এটাই প্রথম জাতীয় দল ঘোষনা। 

গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে নিউক্যাসল ইউনাইটেডের ৩-২ ব্যবধানের নাটকীয় পরাজয়ের ম্যাচটিতে মিডফিল্ডার টোনলি ইনজুরিতে পড়েন। যে কারনে বাছাইপর্বে গ্রুপ-আই’র ইতালির ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। 

গাত্তুসো তার ঘোষিত ২৮ জনের দলে ২৫ বছর বয়সী টোনালিকে রেখেছেন। জুনে লুসিয়ানো স্পালেত্তি বরখাস্তের পর তার স্থলাভিষিক্ত হন গাত্তুসো। ২০১৪ সালে ব্রাজিলে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ইতালি। এরপর দুই আসরে বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি আজ্জুরিরা। 

২০২৪ ইউরোতে শেষ ১৬’তে সর্বশেষ খেলার পর প্রথমবারের মত দলে ফিরেছেন গিয়ানলুকা সামাক্কা। হাঁটুর দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আটালান্টার এই স্ট্রাইকার গত সপ্তাহে মাঠে ফিরেছেন। 

সম্প্রতি লিভারপুলের সাথে চুক্তিভূক্ত উঠতি তরুন ডিফেন্ডার গিওভান্নি লিওনি বোলোনিয়া মিডফিল্ডার গিওভান্নি ফাবিয়ান ও ইন্টার মিলানের এ্যাটাকার ফ্রান্সেসকো পিও এস্পোসিতোর সাথে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন। 

ইতোমধ্যেই গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা নরওয়ের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রযেছে ইতালি। আর এতেই টানা তৃতীয়বারের মত বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে রয়েছে আজ্জুরিরা। যদিও ইতালি নরওয়ের তুলনায় দুই ম্যাচ কম খেলেছে। নওয়ের তুলনায় অবশ্য গোল ব্যবধানে ইতালি ১২ গোল পিছিয়ে রয়েছে। জুনে নরওয়ের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইতালি।

প্রতিটি গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। 

আগামী শুক্রবার ঘরের মাঠে বাছাইপর্বে এস্তোনিয়াকে আতিথ্য দিবে ইতালি। এরপর সোমবার হাঙ্গেরিতে ইসরায়েলের মুখোমুখি হবে।

ইতালি স্কোয়াড :

গোলরক্ষক : মার্কো গারনেসেচ্চি, গিয়ানলুইগি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, গুগলিয়েলমো ভিকারিও

ডিফেন্ডার : আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোবা, রিকার্ডো কালাফিউরি, আন্দ্রে কাম্বিয়াসো, গিওভান্নি ডি 

লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, ফেডেরিকো গাত্তি, গিওভান্নি লিওনি, গিয়ানলুকা মানচিনি

মিডফিল্ডার : নিকোলাস বারেলা, গিওভান্নি ফাবিয়ান, ডেভিড ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাতেল্লি, নিকোলো রোভেরা, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : ফ্রান্সেসকো পিও এস্পোসিতো, মোয়েস কিন, ড্যানিয়ের মালদিনি, রিকার্ডো ওরসোলিনি, মাত্তেও পলিটানো, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, গিয়ানলুকা সামাক্কা, মাত্তিয়া জাকাগনি