কারিগরি বোর্ডের ডিপ্লোমা পরীক্ষার সনদ ও নম্বরপত্র
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের মূল সনদ ও নম্বরপত্র বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। এসব নথিপত্র ইতোমধ্যে ডাকযোগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পাঠানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকআপ কোর্স এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড পরীক্ষা-২০২৪-এর ফলাফল গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হয়।
উল্লেখ্য, এই পরীক্ষাগুলো ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১০ ও ২০১৬ প্রবিধানের নিয়মিত, অনিয়মিত এবং পরিপূরক পরীক্ষার্থীদের নম্বরপত্র ও সনদপত্র পাঠানোর কাজ এখন পুরোপুরি সম্পন্ন হয়েছে।
দেশের সকল সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুকূলে এই নথিগুলো পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এখন থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নম্বরপত্র ও মূল সনদ সংগ্রহ করতে পারবেন।