পরীক্ষায় অসদুপায় অবলম্বন: কারিগরি বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির তালিকা প্রকাশ করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ও শাস্তির সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে কারিগরি বোর্ড জানায়, ২০২৫ সালের নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় মোট ২৩ জন শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।
বোর্ডের ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০১২’ এর পরিশিষ্ট-গ অনুযায়ী এসব শিক্ষার্থীর অপরাধের ধরণ বিবেচনা করে শাস্তির ধারা (যেমন: ১.২, ১.৩, ১.৪ ইত্যাদি) নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের শাস্তির ধরণ সম্পর্কে বোর্ডের নীতিমালা অনুসরণ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। বহিষ্কৃত এই শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেশন উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।