সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৫ ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দেশে নিরাপদ পরিবেশ বিদ্যমান: ইসি সচিব এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব চার কারণে নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির ‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ হবে সাগরে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস

রাজনীতি

সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী

 প্রকাশিত: ১৮:০৯, ২০ অক্টোবর ২০২৫

সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক ঘটনা ঘটছে, এগুলো ষড়যন্ত্রকারীদের সিরিজ অব ইনসিডেন্ট। এসবের পেছনে দেশি-বিদেশি কালো হাত কাজ করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বুঝানোর জন্যই এসব পরিকল্পিত নাশকতা ঘটানো হচ্ছে।

সোমবার ২০ অক্টোবর দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক দৃষ্টিহীন শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান রিজভী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে তাকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

দলের প্রার্থী নির্বাচনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি ডেমোক্রেটিক দল। বৃহৎ এ দলে নির্বাচন ঘিরে একাধিক প্রার্থী থাকতে পারে। তবে তফসিল ঘোষণার পর প্রক্রিয়াগতভাবে প্রার্থী নিশ্চিত করা হবে। 

এর আগে, সোমবার সকালে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ ইমাম হোসেন তায়িমের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

উপহার বিতরণের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।