সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৫ ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দেশে নিরাপদ পরিবেশ বিদ্যমান: ইসি সচিব এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব চার কারণে নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির ‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ হবে সাগরে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস

জাতীয়

নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৮:৪৮, ২০ অক্টোবর ২০২৫

নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে 'সংশয়' দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না।

জবাবে তিনি বলেন, "এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণ ছিল না, এবার সংশয় আছে বলেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।"

তবে সেই ‘সংশয়ের’ জায়গাটি স্পষ্ট না করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "নির্বাচনটা ভালোভাবে করার জন্য যেসব জায়গা কন্ডাক্ট করা দরকার, ওইসব জায়গাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"

বিগত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ‘যতটুকু সম্ভব দূরে রাখা হবে’ বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

পুলিশ প্রধান বাহারুল আলম সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ‘ঝুঁকির মধ্যে’ পড়বে।

পুলিশ প্রধানের উপস্থিতিতে তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "আমার আইজিপি যদি বলে থাকে তাহলে ডেফিনিটলি আমি আইজিপিকে সাপোর্ট করব।"

নির্বাচন নিয়ে ঝুঁকির বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঝুঁকির কোনো অভাব আছে?"

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হয়।

কী আলোচনা হয়েছে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করছে, তদন্তের পরে আমরা জানতে পারবো কী কারণে আগুনের ঘটনা ঘটেছে।"

সম্প্রতি কয়েকটি দেশ সফর করে রোববার রাতে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সফরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "যারা রেমিট্যান্স যোদ্ধা, তাদের পাসপোর্টে ফি সাধারণের চেয়ে বেশি নেওয়া হয়। এই টাকাটা এখন থেকে বেশি নেব না, সমান করে দেব।"

বিমানবন্দরে এসব রেমিট্যান্স যোদ্ধারা যেন সুযোগ সুবিধা বেশি পায়, সে ব্যাপারেও চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের বিমান ভাড়া কমানোর বিষয়টিও ‘দেখা হবে’।

বিমান বন্দরে 'ই' গেইট খুলে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "খুব তাড়াতাড়ি… ইন্সটল হয়ে গেছে, দু'চার দিনের মধ্যে খুলে দেব। আর ডিসেম্বরে মধ্যে ই পাসপোর্ট চালু হবে বলে আশা করছি।"