সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৫ ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব চার কারণে নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির ‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে সেন্ট পিটার্সবার্গের রানওয়ে থেকে জরুরি অবতরণকালে ফ্লাইট ছিটকে পড়েছে ইউক্রেনের হামলায় রাশিয়ায় হতাহত ৩ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ হবে সাগরে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস

আন্তর্জাতিক

হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে

 প্রকাশিত: ১৫:১৮, ২০ অক্টোবর ২০২৫

হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ জন কর্মীকে এখনও আটকে রেখেছে।  

ইয়েমেনে জাতিসংঘের কার্যালয় রোববার জানিয়েছে, হুথি বিদ্রোহীরা একদিন আগে সানায় জাতিসংঘের ভবনে হামলা চালিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের কার্যালয় শনিবার জানিয়েছে, হুতি নিরাপত্তা বাহিনী তাদের কার্যালয়ে ‘অননুমোদিতভাবে প্রবেশ’ করেছে।

রোববার দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম বলেন, কম্পাউন্ডের ভেতর ২০ জন কর্মী আটক রয়েছেন। 

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং পাঁচ জন ইয়েমেনি নাগরিক এখনও আটক রয়েছেন।

তিনি আরও বলেন,  ‘এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র ও সকল পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি, যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা রোববার রাতে এএফপিকে জানান, আটককৃতদের মধ্যে ইউনিসেফ-এর ইয়েমেন প্রতিনিধি পিটার হকিন্স রয়েছেন।

দুটি হুতি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে আটককৃতদের মধ্যে হকিন্সও রয়েছেন।