সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৫ ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব চার কারণে নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির ‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ কর্মীকে আটকে রেখেছে সেন্ট পিটার্সবার্গের রানওয়ে থেকে জরুরি অবতরণকালে ফ্লাইট ছিটকে পড়েছে ইউক্রেনের হামলায় রাশিয়ায় হতাহত ৩ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ হবে সাগরে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস

আন্তর্জাতিক

বলিভিয়ায় দুই দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান, মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত

 প্রকাশিত: ১৩:৩৭, ২০ অক্টোবর ২০২৫

বলিভিয়ায় দুই দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান, মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত

 বলিভিয়াবাসী রোববার  মধ্য-ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজ পেরেইরাকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, যার ফলে  দেশটিতে দুই দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটেছে। সমাজতান্ত্রিক দলের সরকারের আমলে দক্ষিণ আমেরিকার দেশটি বড় ধরণের অর্থনৈতিক সংকটে পতিত হয়।

লা পাজ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) জানায়, ৯৭.৮ শতাংশ ভোট গণনার পর, রদ্রিগো পাজ ৫৪.৬ শতাংশ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী, ডানপন্থী প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো তুতো কুইরোগা রামিরেজ ৪৫.৪ শতাংশ ভোট পেয়েছেন।

লা পাজের রাস্তায় আনন্দ, সঙ্গীত ও আতশবাজির মাধ্যমে এই খবরকে স্বাগত জানানো হয়।

৪০ বছর বয়সী আইনজীবী জুলিও আন্দ্রে এএফপিকে বলেন, ‘আমরা বলিভিয়ার জন্য একটি নতুন দিকনির্দেশনার মহান আশা নিয়ে বিজয় উদযাপন করতে এসেছি।’

সাবেক প্রেসিডেন্টের ৫৮ বছর বয়সী পুত্র পাজ অর্থনৈতিক সংস্কারের জন্য ‘সকলের জন্য পুঁজিবাদ’ পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে অব্যাহত সামাজিক ব্যয়ের সঙ্গে টিকে থাকতে বিকেন্দ্রীকরণ, কর হ্রাস এবং আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে।

তিনি এমন একটি দেশের ক্ষমতা গ্রহণ করেন যেখানে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধীনে তীব্রভাবে বামপন্থা অবলম্বন করা হতো। জ্বালানি সম্পদ জাতীয়করণ করার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং চীন, রাশিয়া, কিউবা, ভেনিজুয়েলা এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য স্থানে সহ-বামপন্থীদের সঙ্গে জোট তৈরি করে।

ফলাফল ঘোষণার পর, পাজের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী, এডম্যান্ড লারা, ‘ঐক্য ও পুনর্মিলনের’ আহ্বান জানান।

বলিভিয়া যখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তখন তিনি উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে হবে। মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মৌলিক খাদ্যের দাম স্থিতিশীল করতে হবে এবং আমাদের অবশ্যই দুর্নীতির অবসান ঘটাতে হবে।’ 

বলিভিয়ায় জ্বালানির জন্য দীর্ঘ লাইন দেওয়া জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে, ডলারের সরবরাহ কম এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ২০ শতাংশেরও বেশি।

আগস্টে প্রথম নির্বাচনী রাউন্ডে, সংকট-ক্লান্ত ভোটাররা মোরালেস প্রতিষ্ঠিত মুভমেন্ট টুওয়ার্ড সোশ্যালিজম দলকে প্রত্যাখ্যান করে।

রোববারের নির্বাচনের মাধ্যমে মোরালেসের প্রাকৃতিক গ্যাসের জাতীয়করণের মাধ্যমে প্রাথমিক সমৃদ্ধির মাধ্যমে চিহ্নিত একটি অর্থনৈতিক পরীক্ষা শেষ হয়েছে।

এই উচ্ছ্বাসের পরেই বিদায়ী নেতা লুইস আর্সের অধীনে জ্বালানি ও বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতি দেখা দেয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬০০ মিটার  উঁচুতে লা পাজে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ভোট দেওয়ার সময় ৫৬ বছর বয়সী গৃহিণী মারিয়া ইউজেনিয়া পেনারান্ডা  রোববার এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি দেশের উন্নতি হবে।’

তিনি আরো বলেন, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। এখানে দুর্ভোগ অনেক বেশি।