শিক্ষকদের প্রতি অসম্মান কোনোভাবেই কাম্য নয়: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, শিক্ষক আমাদের সমাজ নির্মাণের কারিগর। তাদের সম্মান ও মর্যাদার ওপরে রাষ্ট্রের আগামীর ভবিষ্যত নির্ভর করে। শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা ও সাবলম্বিতা শিক্ষাখাতে মেধাবীদের আকর্ষণ করবে। তাই এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকদের চলমান আন্দোলনকে সন্মান-শ্রদ্ধার সাথে আলোচনার টেবিলে সমাধান করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, একজন শিক্ষকের আবাসনভাতা, উৎসবভাতা ও চিকিৎসাভাতা হিসেবে যা দেয়া হয় তা ভাবাও যায় না। ফলে তারা যে দাবী করছে তা যৌক্তিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলে আসছে। শিক্ষাখাতে যে বরাদ্দ হয় তার বেশিরভাগই যায় অবকাঠামো ও প্রশাসনিক খাতে। মূলত যারা পাঠদানের কাজ করছেন তাদের জন্য বরাদ্দ থাকে খুবই কম। ফলে শিক্ষাখাতে মেধাবীরা আগ্রহী হচ্ছে না। যারাও এই খাতে আসছেন তারাও আর্থিক টানাপোড়েন এবং অন্যান্য খাতের সাথে তুলনামূলক খারাপ অবস্থায় থাকার কারণে অনেকেই পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। এমন বাস্তবতায় শিক্ষকদের বর্তমান দাবীকে দ্রুততার সাথে মেনে নিতে হবে এবং সার্বিকভাবে শিক্ষাখাতে এমনভাবে বরাদ্দ বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষকগণ সরাসরি উপকৃত হন।
মুফতি রেজাউল করীম বলেন, শিক্ষকদের চলমান আন্দোলনে তাদের সাথে যে আচরণ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন অবস্থাতেই শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করা যায় না। একই সাথে সন্মানিত শিক্ষকদের প্রতি আহবান করবো, সরকারের সংগতির প্রতি লক্ষ রেখে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে যাতে করে কোনভাবেই পতিত ফ্যাসিবাদ কোন সুযোগ নিতে না পারে।