মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৯ ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

জাতীয়

আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

 প্রকাশিত: ১৮:৫২, ১৪ অক্টোবর ২০২৫

আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে।

আজ ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সামগ্রিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেছেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। বক্তৃতার সময়সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।