মাইলি নির্বাচনে হেরে গেলে আর্জেন্টিনায় সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার উদারপন্থী মিত্র জাভিয়ের মাইলি চলতি মাসের গুরুত্বপূর্ণ আইনসভা নির্বাচনে পরাজিত হলে, আর্থিক সংকটে থাকা আর্জেন্টিনাকে আর সাহায্য করবে না যুক্তরাষ্ট্র।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোয়াইট হাউজে মাইলির সফরের সময় ট্রাম্প বলেন, ‘যদি তিনি হারেন, আমরা আর আর্জেন্টিনার প্রতি উদার থাকব না।’ রিপাবলিকানদের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পেতে মাইলি হোয়াইট হাউসে এসেছেন।
ট্রাম্প বলেন, ‘আমি এই মানুষটার সঙ্গে আছি, কারণ তার দার্শনিক অবস্থান সঠিক। সে জিততেও পারে, হারতেও পারে — আমি মনে করি সে জিতবে। আর যদি সে জেতে, আমরা তার পাশে থাকব, আর যদি না জেতে, আমরা সরে যাব।’
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই আর্জেন্টিনার ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ২০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ট্রাম্পের সমর্থন ব্যর্থ হয়েছে, বরং ২৬ অক্টোবর মধ্যবর্তী নির্বাচনের আগে মাইলির জনপ্রিয়তা আরও কমেছে।
নির্বাচনে মাইলির সংখ্যালঘু দল তাদের আসন সংখ্যা বাড়ানোর আশা করছে, তা নির্ধারণ করবে মাইলির কঠোর ব্যয় সংকোচনমূলক সংস্কারগুলো পাস করতে পারবেন কিনা, নাকি তার মেয়াদের পরবর্তী দুই বছরের জন্য আইনসভার বাধার মুখোমুখি হবেন।
মাইলিকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন যে তিনি নির্বাচনে তার আদর্শিক মিত্রকে ‘পূর্ণ সমর্থন’ করবেন।