বুধবার ১৫ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

খেলা

হংকংয়ের সাথে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে

 প্রকাশিত: ১১:২১, ১৫ অক্টোবর ২০২৫

হংকংয়ের সাথে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দারুন খেলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি সফরকারীরা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল হংকং। 

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে আজকের ম্যাচটি ৫০ হাজার দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। স্বাভাবিক ভাবেই স্বাগতিক হংকংয়ের লাল জার্সিধারী সমর্থকদের আধিক্যই ছিল বেশী। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠেননি হামজা-শমিত-তপুরা। ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল বাংলাদেশ। চারদিন পর আবারো ফিরতি লেগে সেই হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে জয় ভিন্ন বিকল্প কিছু ছিলনা বাংলাদেশের সামনে। 

আক্রমনাত্মক ফুটবল খেলার লক্ষ্যে তিনটি পরিবর্তন এনে আজ একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। প্রবাসী দুই ফুটবলার শমিত সোম ও জায়ান আহমেদের পাশাপাশি এ্যাওয়ে ম্যাচটিতে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন তপু বর্মন। জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে তপুর হাতে উঠেছিল অধিনায়কের আর্মব্যান্ড। 

হংকংয়ের মাঠে ভালোই শুরু করেছিল হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। কিন্তু ৩৪ মিনিটে নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে অধিনায়ক ম্যাটিউ ওর গোল করতে ভুল করেননি (১-০)।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার সব চেষ্টাই করেছে বাংলাদেশ। ৬৪ মিনিটে জায়ান ও সোহেল রানার জায়গায় মাঠে নামেন জামাল ও ফাহমিদুল। এরপর বাংলাদেশের খেলায় গতি বাড়ে। 

ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয়। মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ।
এই সুযোগে দশজনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল দারুন হেডে বল দেন রাকিবকে । রাকিব ঠান্ডা মাথার প্লেসিং শটে বাংলাদেশকে সমতায় ফেরান (১-১)।

এই ড্রয়ে চার ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে হংকং। 

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন (অধিনায়ক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম, রাকিব হোসেন, ও শেখ মোরসালিন।