সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

রাজনীতি

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন

 প্রকাশিত: ০৯:১০, ৭ অক্টোবর ২০২৫

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন

বাগেরহাটের শরণখোলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, শরণখোলা এখন মাদকে সয়লাব হয়ে গেছে। যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।

 

এর ফলে সামাজিক অপরাধ বেড়ে গেছে। দ্রুত এসব মাদক কারবারি ও মাদকের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মাদকের কারবার বন্ধ না করা হলে বুঝব এর পেছনে পুলিশের হাত রয়েছে।

 

 

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অবৈধভাবে জমি দখল, বালু উত্তোলন, চুরি, চাঁদাবাজি বন্ধ করতে হবে।

 

সে যে দলেরই হোক, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

 

অভিভাবকদের সতর্ক করে বক্তারা আরো বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরে আপনার সন্তান পড়ার টেবিলে আছে কি না সে বিষয়ে নজর দিন। তা না হলে পরিবার ও সমাজ থেকে অশান্তি এবং অপরাধ কোনোভাবেই নির্মূল করা যাবে না।

 

বিএনপি নেতা তালুকদার মো. মধুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত। এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন বাদল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, নাজমুল হাসান শিমুল গাজী, বিএনপি নেতা রুহুল আমিন হাওলাদার ও ডা. হুমায়ুন কবিরসহ প্রমুখ।