সোমবার বার্লিনে উইটকফের গুরুত্বপূর্ণ বৈঠক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত আগামী সোমবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক। বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সোমবার বার্লিনে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর কয়েক দিন আগেই ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা ট্রাম্পের মূল ২৮ দফা শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন।