বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৬ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে ‘করার কিছু নেই’: পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন করবো, তবে কোন দল থেকে নিশ্চিত না: আসিফ মাহমুদ আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন, ‘অবরুদ্ধ’ অর্থ উপদেষ্টা দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প ভারতীয় সংবাদমাধ্যমের খবর: খালেদার জন্য হাসিনা ‘উদ্বিগ্ন’ প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

ইসলাম

বিএনপির সঙ্গে টানাপোড়েন, কী করবে জমিয়ত?

 প্রকাশিত: ২১:০৫, ১০ ডিসেম্বর ২০২৫

বিএনপির সঙ্গে টানাপোড়েন, কী করবে জমিয়ত?

মাদরাসাভিত্তিক ইসলামি দলগুলোর মধ্যে একমাত্র জমিয়তে উলামায়ে ইসলামই এবারের নির্বাচনে বিএনপি বলয়ে অবস্থান করছে। বিএনপি তাদের মিত্রদের তালিকায় জমিয়তকেও রেখেছে। কয়েকটি আসনে দলটিকে ছাড় দেওয়ার চিন্তাও রয়েছে বিএনপির। তবে জমিয়ত যে কয়টি আসনে ছাড় চায় তাতে রাজি নয় বিএনপি। আর এটা নিয়েই দল দুটির মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। এই অবস্থা জমিয়ত শেষ পর্যন্ত কী করবে এটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির কাছ থেকে সম্মানজনক আসনে ছাড় না পেলে ভিন্ন জোটে যাওয়ার চিন্তাও আছে দলটির। এমনকি প্রয়োজনে এককভাবে নির্বাচন করার তাগিদও আসছে তৃণমূল থেকে। তবে যেকোনো জোট বা এককভাবে নির্বাচন করুক, জমিয়ত আদর্শের জায়গায় কোনো ছাড় দেবে না বলে দলটির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন।

জমিয়তের সিনিয়র সহসভাপতি এবং এবারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী জানিয়েছেন, জমিয়ত এখনো বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতার আশা ছাড়েনি। এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে। বিএনপির সঙ্গে কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হলে জমিয়ত বসে চিন্তা করবে কী করা যায়— একক নির্বাচন করবে নাকি কোনো জোট তৈরি করবে। তবে কোনো জোটে যোগদানের সম্ভাবনা নেই বলে জানিয়েছে তিনি।

একটি সূত্রে জানা গেছে, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ তিন দলের যে জোট হয়েছে সেখানে জমিয়তের যাওয়ার ব্যাপারে আলোচনা আছে। তবে সেখানে যাওয়ার সম্ভাবনা কম। জমিয়ত শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদী। সেটা না হলে এককভাবেই নির্বাচনে অংশ নেবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রচার করছে, সন্তোষজনক আসন পেলে জামায়াতে ইসলামীসহ আট দলের যে মোর্চা গঠন হয়েছে তাতে জমিয়ত যোগ দেবে। তবে এই খবর ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর আখ্যায়িত করে জমিয়তের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে।এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোন অপচেষ্টার সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসের খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্হিত কাজ করছে।

সূত্র জানায়, জমিয়ত বিএনপির কাছে অন্তত ১০টি আসনে ছাড় চেয়েছে। তবে বিএনপি চারটি আসনে ছাড় দিতে সম্মত হয়েছে। জমিয়তের শীর্ষ চারজন নেতাকে যেসব আসনে ছাড় দেওয়ার কথা ভাবছে দলটি সেখানে নিজেদের কোনো প্রার্থী দেয়নি বিএনপি। তবে দর কষাকষি আটকে আছে সিলেট-৪ আসনটি নিয়ে। সেখানে বিএনপি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রার্থী করেছে। এই আসনটিতে জমিয়তের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রার্থী। তিনি আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন। তার একটি ভোটব্যাংক রয়েছে। ফলে তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি থেকে ছাড় না পেলে স্বতন্ত্র হলেও নির্বাচন করবেন