বুধবার ২৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১২ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

ইসলাম

বিয়ের পরে মেয়ে তার বাবার বাড়িতে কি নামায কসর করবে?

 প্রকাশিত: ১২:০৬, ২৬ নভেম্বর ২০২৫

বিয়ের পরে মেয়ে তার বাবার বাড়িতে কি নামায কসর করবে?

উত্তর: বিয়ের পর কোনো মেয়ে যদি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়, তবে স্বামীর বাড়ি ও বাবার বাড়ির মধ্যে সফরের দূরত্ব থাকলে বাবার বাড়িতে ১৫ দিনের কম সময় অবস্থান করলে সে মুসাফির গণ্য হবে এবং কসর পড়তে হবে।

 

কিন্তু যদি বিদায় না নেয়—অর্থাৎ বাবার বাড়ি ও স্বামীর বাড়ি উভয় জায়গাকেই মিলিয়ে থাকার নিয়ত করে, তবে কোনো জায়গাতেই মুসাফির হবে না।

 

যদি স্বামী ঘরজামাই হন এবং স্ত্রী মাঝে মাঝে শ্বশুরবাড়িতে বেড়াতে যান, তবে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রী মুসাফির হবেন; কিন্তু বাবার বাড়িতে থাকাকালে মুসাফির হবেন না।

 

সুতরাং—

 

আপনি যদি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে চলে যান, তবে বাবার বাড়িতে ১৫ দিনের কম সময় থাকলে কসর পড়বেন। ঢাকা থেকে বোনের বাসায় গেলেও যদি ১৫ দিনের কম থাকার ইচ্ছা থাকে, সেখানেও কসর করবেন।

 

আর যদি বাবার বাড়ি থেকে বিদায় না নিয়ে থাকেন, তবে বাবার বাড়িতে নামাজ পূর্ণ পড়বেন। তবে স্বামীর বাড়ি বা বোনের বাড়িতে ১৫ দিনের কম থাকলে কসর করতে হবে।