রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ‘ব্যাপক` হামলায় আহত ৬
রাশিয়ার ক্রাসনোদার সীমান্ত অঞ্চলে আজ ভোরে ইউক্রেন ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। ইউক্রেনের ওই হামলায় কমপক্ষে ছয়জন আহত এবং পাঁচটি পৌরসভার কমপক্ষে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার গভর্নর এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গভর্নর ভেনিয়ামিন কনড্রাটিয়েভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেন রাতভর ক্রাসনোদার অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের এই হামলাটি ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলাগুলোর মধ্যে একটি।
তিনি বলেন, ‘ইউক্রেনের হামলায় ওই অঞ্চলটির ছয়জন বাসিন্দা আহত হয়েছে এবং পাঁচটি পৌরসভার কমপক্ষে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’