মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১১ ১৪৩২, ০৪ জমাদিউস সানি ১৪৪৭

ইসলাম

মসজিদের জমির কাঁঠাল ইমাম–মুআয্জিন ক্রয় ছাড়া খেতে পারবেন কি?

 প্রকাশিত: ১৮:২৫, ২৫ নভেম্বর ২০২৫

মসজিদের জমির কাঁঠাল ইমাম–মুআয্জিন ক্রয় ছাড়া খেতে পারবেন কি?

প্রশ্নআমাদের মসজিদের জমিতে কয়েকটি কাঁঠাল গাছ আছে। এতে অনেক কাঁঠাল ধরে থাকে। ক্রয় করা ব্যতীত মসজিদের ইমাম বা মুআযযিনের জন্য উক্ত গাছ থেকে কাঁঠাল খাওয়া বৈধ হবে কি?

 

উত্তরমসজিদের গাছের ফল মসজিদের সম্পদ। ইমাম বা মুআযযিন অথবা অন্য কেউ তা নিতে চাইলে ক্রয় করে নেবে। তবে মসজিদ কমিটি যদি ইমাম-মুআযযিন অথবা মসজিদ স্টাফদের জন্য নির্ধারিত পরিমাণ ফল বিনা মূল্যে গ্রহণের অনুমতি দেয় তখন তাদের জন্য তা নেওয়া জায়েয হবে। এক্ষেত্রে তা তাদের বেতন-ভাতার অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।

-আযযাখীরাতুল বুরহানিয়া ৯/৮৪; আলহাবিল কুদসী ১/৫৪৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৮৭; আলইসআফ, পৃ. ৮৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭৭; আলবাহরুর রায়েক ৫/২০৪

মাসিক আলকাউসার