রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলায় নিহত ১, আহত ৩
রাশিয়ার বন্দর নগরী তাগানরোগে গত রাতে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের ওই বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং তিন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। অঞ্চলটির মেয়র আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেয়র স্বেতলানা কাম্বুলোভা টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘ইউক্রেন রাতভর রাশিয়ার ওই শহরটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের ওই বিমান হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি ব্যক্তিগত বাড়ি, মেকানিক্যাল কলেজ ভবন, দুটি শিল্প প্রতিষ্ঠান এবং ৭ নম্বর কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ইউক্রেনের বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং তিন জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের হামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।