মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৮ ১৪৩২, ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইসলাম

ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান

 প্রকাশিত: ১৮:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জেলায় জেলায় জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। 

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একযোগে জেলায় জেলায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি। 

 

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা রেজাউল কারীম আবরার জানান, পঞ্চাশের অধিক জেলায় আজই স্মারকলিপি পেশ করা হচ্ছে। এই ইস্যুতে দ্রুত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন বলেও জানান তিনি। 

 

 

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, দরকার ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। কোরআন-হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী। এর পরিবর্তে কোরআন-হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে তারা মনে করেন।

 

তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য আলেম নিয়োগ করা হোক, যাতে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে।