কুমিল্লায় পাওয়া গেল সাড়ে তিনশ বছরের পুরনো কুরআন শরিফ!

কুমিল্লায় মাত্র দেড় ইঞ্চি লম্বা, এক ইঞ্চি চওড়া এবং এক চতুর্থাংশ ইঞ্চি পুরু একটি প্রাচীন কুরআন শরিফ পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, এর বয়স প্রায় ৩৫০ বছর।
কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার প্রবীণ বাসিন্দা জামিল আহমেদ খন্দকারের (৭৫) কাছে কুরআন শরিফটি রয়েছে।
অত্যন্ত ক্ষুদ্র আকারের হওয়ায় কুরআনের অক্ষর খালি চোখে পড়া যায় না, পড়তে হয় আতশি কাচের সাহায্যে।
জামিল আহমেদ জানান, তার পূর্বপুরুষেরা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে এসেছিলেন এবং ধারণা করা হয়, তারাই সঙ্গে করে এ কুরআন শরিফটি এনেছিলেন। বাবা আবদুল মতিন খন্দকারের মৃত্যুর পর থেকে তিনি এটি যত্নের সঙ্গে সংরক্ষণ করে আসছেন।
ঐতিহ্য গবেষক আহসানুল কবির বলেন, কুমিল্লায় মুসলিম আগমন প্রায় ৭০০ বছর আগে হলেও মুসলিম সভ্যতার বিকাশ শুরু হয় প্রায় ২৫০ বছর আগে। তখন ইয়েমেন ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সাধক ও সম্ভ্রান্ত পরিবার ইসলাম প্রচারে আসেন।
জামিল আহমেদের পরিবারও প্রায় ২৫০ বছর আগে ইয়েমেন থেকে কুমিল্লায় আসে। তার পূর্বপুরুষরাই সম্ভবত এ কোরআন শরিফটি এনেছিলেন। দীর্ঘদিন ধরে এটি সংরক্ষণ করায় তিনি জামিল আহমেদকে ধন্যবাদ জানান।