সকল দেশের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পশ্চিমা দেশগুলোকে অনুসরণ করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোমবার সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি জাতিসংঘের এক সম্মেলনে বলেন, ‘আমরা অন্যান্য সকল দেশকে একই ধরণের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যা দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে।’