বায়োএনটেকের সঙ্গে করোনা টিকার চুক্তিতে চীনের হস্তক্ষেপের অভিযোগ

জার্মান ওষুধ কোম্পানি বায়োএনটেকের সঙ্গে করোনা টিকার চুক্তিতে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে তাইওয়ান।
তাইওয়ান প্রেসিডেন্ট তসাই ইং-ওয়েন বলেন, জার্মান প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু চীনের হস্তক্ষেপের কারণে আমরা এখনও চুক্তিতে স্বাক্ষর করতে পারিনি।
এই প্রথম তাইওয়ান সরাসরি বেইজিংয়ের বিরুদ্ধে বায়োএনটেকের সাথে চুক্তি বন্ধ করার অভিযোগ এনেছে।
বেইজিং তাইওয়ানের ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে, যা চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে প্রায় ২৪ মিলিয়ন মানুষের বসবাস। যদিও সাত দশকেরও বেশি সময় ধরে উভয় পক্ষ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।
এ বিষয়ে জার্মান সংস্থাটি বলেছে, আমরা সাধারণত ভ্যাকসিন ডোজ প্রদানের সম্ভাব্য বা চলমান আলোচনা সম্পর্কে মন্তব্য করি না।
অনলাইন নিউজ পোর্টাল