শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫, কার্তিক ৩০ ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণ সম্পাদনা: ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি

 প্রকাশিত: ১১:০৯, ১৪ নভেম্বর ২০২৫

ট্রাম্পের ভাষণ সম্পাদনা: ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ভাষণ কাঁটছাটের জন্য তার কাছে ক্ষমা চাইলেও এ জন্য ক্ষতিপূরণ দিতে রাজি নয়।

ওই ভাষণটি এমনভাবে সম্পাদনা করা হয় যেন মনে হচ্ছিল, ট্রাম্প সহিংসতায় উদ্দীপনা যোগাচ্ছেন।

এই কাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যে ‍হুমকি দিয়ে রেখেছিলেন তা এড়াতেই হোয়াইট হাউসে চিঠি দিয়ে তারা ক্ষমা চেয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে ব্রিটিশ এ সম্প্রচারমাধ্যমটি বলেছে, হোয়াইট হাউসে পাঠানো ব্যক্তিগত চিঠিতে বিবিসি চেয়ার সামির শাহ ওই সম্পাদনার জন্য তিনি এবং তার প্রতিষ্ঠান যে ‘ক্ষমাপ্রার্থী’ তা ট্রাম্পের কাছে স্পষ্ট করেছেন।

ওই প্যানোরামা তথ্যচিত্রটি বিবিসির কোনো প্ল্যাটফর্মে পুনঃপ্রচারের কোনো পরিকল্পনাও নেই, বলেছেন তিনি।

“যেভাবে ভিডিও ক্লিপটি সম্পাদনা করা হয়েছে তাতে বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও এর জন্য ক্ষতিপূরণের দাবির কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না,” বলেছে বিবিসি।

২০২১ সালের যেদিন ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলে হামলা চালিয়েছিল, সেদিন মার্কিন প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত ক্লিপ বিবিসি প্যানোরামা তথ্যচিত্রে দেখিয়েছে, তাতে ট্রাম্প সমর্থকদের সহিংসতায় উসকে দিয়েছিলেন বলে মনে হচ্ছে।

মূল ভাষণের দুই জায়গার দুটি অংশ জোড়া দিয়ে এই সম্পাদনা করা হয়েছিল। আদতে ট্রাম্প তার ভাষণে সমর্থকদের সহিংস হয়ে ওঠার তাগাদা দেননি।

এই ভাষণ সম্পাদনা কাণ্ডে এরই মধ্যে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগে বাধ্য হয়েছেন। ট্রাম্প ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করারও ‍হুমকি দিয়েছেন।

ট্রাম্পের আইনজীবীরা এর আগে মামলার মুখোমুখি না হতে চাইলে প্যানোরামা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমাপ্রার্থনা ও মার্কিন প্রেসিডেন্টকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবিসিকে শর্ত দিয়েছিলেন।

সামির শাহ-র চিঠি নিয়ে হোয়াইট হাউজ বা ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।