লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে |
লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, বৃষ্টির আভাসবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নিলে এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাবে না। নিম্নচাপে রূপ নিলে দেশের উপকূলে এর আংশিক প্রভাব পড়তে পারে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি, কমতে পারে রাতের তাপমাত্রাও।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন