কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে দুই জন নিহত হয়েছে।
বুধবার শহরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া রাতের বেলা দেশটির জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শহরের কর্মকর্তা টিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘এই হামলায় রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।’
অন্যান্য শহরের কর্মকর্তারাও রাজধানীর ওপর বড় ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রী সভিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, রাশিয়া রাতভর দেশের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক বিবৃতিতে বলেছেন, ভোররাতে রাজধানীতে একটি ড্রোন হামলা হয়েছে। এতে অনেকে আহত ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জাপোরিঝিয়াসহ কমপক্ষে তিনটি অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলার খবরও জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলোতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভকে তাদের বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত রেখেছেন।
মঙ্গলবার তিনি জানান, তিনি একটি ‘অকার্যকর’ বৈঠক চাননা, তাই এই বৈঠক স্থগিত করেছেন।
ট্রাম্পের বক্তব্যের পরই এই হামলা চালানো হয়।