বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা ভোটের আগে সরকারের বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে: আমীর খসরু ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ডেঙ্গু: ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ রোগী জুলাই শহীদের মেয়েকে দলবেঁধে ধর্ষণ: তিন কিশোর আসামির সাজা নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৫ কোনো চাপের কাছে ইসি ‘নতি স্বীকার করবে না’: সিইসি বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়: আইন উপদেষ্টা কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২ ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক

গাজা থেকে ফেরত আসা আরও ২ জিম্মি মরদেহ শনাক্ত করলো ইসরাইল

 প্রকাশিত: ১২:৫৫, ২২ অক্টোবর ২০২৫

গাজা থেকে ফেরত আসা আরও ২ জিম্মি মরদেহ শনাক্ত করলো ইসরাইল

গাজা থেকে মঙ্গলবার ফেরত আসা আরও দুই জিম্মির দেহাবশেষ শনাক্ত করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে জানানো হয়, তারা হলেন আরিয়েহ জালমানোভিচ ও মাস্টার সার্জেন্ট তামির আদার।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, কিব্বুতজ নির ওজ এলাকার বাসিন্দা জালমানোভিচকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৫ বছর এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর তিনি জিম্মিদশায় মারা যান।

সেনাবাহিনী আরও জানায়, আরেক জিম্মি তামিরের বয়স হয়েছিল ৩৮ বছর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ থেকে নির ওজ এলাকাকে রক্ষার লড়াইয়ে তিনি নিহত হন, তখন তার মরদেহ জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জিম্মি থাকা ২৮টি মরদেহের মধ্যে এ পর্যন্ত ১৩টিকে মুক্তি দিয়েছে হামাস। মঙ্গলবার রেডক্রসের কাছে তাদের দেহাবশেষ হস্তান্তর করা হয়।

ওই চুক্তির শর্ত অনুযায়ী, হামাসের ১০ অক্টোবরের মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল।

যদিও ২০ জন জীবিত জিম্মিকে সময়মতো মুক্তি দেওয়া হয়েছে, হামাস জানিয়েছে যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে পাওয়া কঠিন হওয়ায় তারা সময়মতো সব মরদেহ ফেরত দিতে পারেনি।