শনিবার ১৮ অক্টোবর ২০২৫, কার্তিক ৩ ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

শুক্রবার মৃত জিম্মিকে শনাক্ত করা হয়েছে: ইসরাইল

 প্রকাশিত: ১৩:২৯, ১৮ অক্টোবর ২০২৫

শুক্রবার মৃত জিম্মিকে শনাক্ত করা হয়েছে: ইসরাইল

হামাসের ফিরিয়ে দেওয়া একজন ইসরাইলি জিম্মির লাশকে শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম এলিয়াহু মার্গালিট।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ‘অপহৃত এলিয়াহু মার্গালিটের পরিবারকে জানিয়েছে যে তাদের প্রিয়জনের (লাশ) ইসরায়েলে ফেরত পাঠানো হয়েছে এবং তার শনাক্তকরণ সম্পন্ন হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, তারা আপস করবে না এবং শেষ সকল অপহৃতকে ফেরত না পাওয়া পর্যন্ত কোন প্রচেষ্টাই ছাড়বে না।