কাতারে পাক-আফগান আলোচনার ঘোষণা

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার কাতারে কাবুলের সঙ্গে ইসলামাবাদের আলোচনার ঘোষণা দিয়েছে।
পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা ও সীমান্তে দুই দিনের শান্তিপূর্ণ যুদ্ধবিরতি ভঙ্গের পর এ ঘোষণাটি এলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য আজ কাতারের রাজধানী দোহা যাচ্ছেন।