ভাষা সংগ্রামী আহসান উল্লাহ চৌধুরীর মৃত্যু

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আহসান উল্লাহ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রয়াতের জামাতা আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহসান উল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর আফমী প্লাজার পশ্চিমের আবাসিক এলাকায় আহসান উল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর হাজারী গলিতে সিপিবি কার্যালয়ে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাদ জোহর মীরসরাই উপজেলার চৈতন্যের হাট এলাকার জনার্দনপুর গ্রামে নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসে বাধা দিয়েছিল স্থানীয় ছাত্র-জনতা ও শ্রমিকরা। এই প্রতিরোধের অন্যতম সংগঠক ছিলেন ভাষা সংগ্রামী আহসান উল্লাহ চৌধুরী।
তিনি শ্রমিক রাজনীতিতে সক্রিয় ছিলেন; একসময় ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কমরেড আহসান উল্লাহ চৌধুরী দলটির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।