হামাস সদস্যদের ‘ভেতরে গিয়ে হত্যা’র হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হুমকি দিয়েছেন, যদি গাজায় মানুষ হত্যা অব্যাহত থাকে, তাহলে গাজার ‘অভ্যন্তরে গিয়ে’ হামাস সদস্যদের হত্যা করা হবে।
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক গুলিবর্ষণের প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ট্রাম্পর এই মন্তব্য করার মাত্র ক’দিন আগে বলেছিলেন, হামাসের গুলিবর্ষণ এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করাও তাকে ‘খুব একটা দুশ্চিন্তায় ফেলেনি।’ এমকি এগুলোকে গ্যাং সদস্যদের হত্যা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, ‘যদি হামাস চুক্তি বহির্ভূত গাজায় মানুষ হত্যা করতে থাকে, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
‘আমরা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন ট্রাম্প সে সম্পর্কে স্পষ্ট করে বলেননি। তবে এরআগে বুধবার তিনি বলেছিলেন, গাজায় ‘আমাদের মার্কিন সেনাবাহিনীর জড়িত থাকার প্রয়োজন হবে না।’
মার্কিন-সমর্থিত ২০-দফা যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে ইসরাইলি বাহিনী আংশিক প্রত্যাহারের পর থেকে হামাস ধ্বংসপ্রাপ্ত নগরগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ আরো জোরদার করছে। দমন অভিযান শুরু করছে এবং রাস্তায় অভিযুক্ত সহযোগীদের মৃত্যুদণ্ড দিচ্ছে।
‘
ট্রাম্প নিজে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে নীরব’ বলে দাবি করে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামাসের গুলি চালানো বন্ধ করে ট্রাম্পের পরিকল্পনা মেনে চলা উচিত।
মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘সত্যি বলতে, এটা আমাকে খুব একটা দুৃশ্চিন্তায় ফেলেনি। এমন হতে পারে যে, এটি বেশ ক’টি খুব খারাপ গ্যাং-এর কর্মকাণ্ড। যারা অন্যান্য দেশের তুলনায় অনেক আলাদা।’
সোমবার গাজা যুদ্ধবিরতি উদযাপন উপলক্ষ্যে ইসরাইল ও মিশর সফরের সময় ট্রাম্প আরো বলেছেন, হামাস বিধ্বস্ত অঞ্চলে ‘সমস্যা বন্ধ করতে ‘খোলাখুলি’ আলোচনা করেছে।
তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘তারা এই ব্যাপারে খোলামেলা কথা বলেছে। আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি।