শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, কার্তিক ২ ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

আন্তর্জাতিক

জেলেনস্কি সফরের আগে পুতিনের সাথে আলাপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প

 প্রকাশিত: ১১:২৩, ১৭ অক্টোবর ২০২৫

জেলেনস্কি সফরের আগে পুতিনের সাথে আলাপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সাথে কথা বলবেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প পুতিনের প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন, কারণ ক্রেমলিন নেতা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। একই সাথে রাশিয়ার ২০২২ সালের আক্রমণের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

ইউক্রেনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, শুক্রবার ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকে কিয়েভের জন্য আমেরিকান দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

রোববার ট্রাম্প নিজেই পুতিনের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার সম্ভাবনা উত্থাপন করেছেন।

ট্রাম্প মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘আমি তার সাথে কথা বলতে পারি, আমি বলতে পারি, ‘দেখুন, যদি এই যুদ্ধের মীমাংসা না হয়, তাহলে আমি ইউক্রেনে টমাহক পাঠাবো।’ ‘আমি এটা বলতে পারি’।

‘টমাহক একটি অবিশ্বাস্য অস্ত্র। খুবই আক্রমণাত্মক অস্ত্র এবং সত্যি বলতে রাশিয়ার এর প্রয়োজন নেই।’

মার্কিন নেতা বুধবার সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনীয়রা ‘আক্রমণাত্মক হতে চায়’ এবং তারা কিয়েভের ক্রুজ ক্ষেপণাস্ত্রের অনুরোধ নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সম্পর্ক ফেব্রুয়ারি থেকে উষ্ণ হয়েছে। যখন হোয়াইট হাউসে একটি টেলিভিশন বৈঠকের সময় তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তখন মার্কিন নেতা তার ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বলেছিলেন, ‘আপনার কাছে কোনো পরিকল্পনা নেই।’

গত সপ্তাহে ইসরাইল এবং হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন তার পর ইউক্রেনে শান্তি চুক্তির জন্য চাপ বাড়াতেও আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট।

আগস্টে আলাস্কায় পুতিনের সাথে একটি শীর্ষ সম্মেলন কোনো অগ্রগতি আনতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের হতাশা আরো বেড়েছে