বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

জাতীয়

ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

 প্রকাশিত: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২৫

ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস): প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অফিসে অনুষ্ঠিতে এ বৈঠকে উষ্ণ অভ্যর্থনা ও ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সার্জিও গোর ও লুৎফে সিদ্দিকী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, শ্রমবাজার উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়া, অপতথ্যের ঝুঁকি এবং উন্মুক্ত ও সরাসরি যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের প্রশংসাসূচক মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত গোরকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান।

এই বৈঠকটি গত সেপ্টেম্বরের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও  রাষ্ট্রদূত গোরের মধ্যে অনুষ্ঠিত সংলাপের ধারাবাহিকতা বজায় রেখেছে।