শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, কার্তিক ২ ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত

 প্রকাশিত: ১১:২১, ১৭ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের শুক্রবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পটি দেশের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর সংঘটিত হলো।

প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা এএফপিকে জানিয়েছেন, ‘ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্যাডালেনা বলেছেন, ‘আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থাায়ী ছিলনা।’

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।

এরআগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭৬ জন নিহত হয় এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।

১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি হয়। ফলে ৮ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ হয়, যা ছিল ফিলিপাইনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।