বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

শিশু

বিএনপি নারী ও শিশুবান্ধব দল : সেলিমা রহমান

 প্রকাশিত: ১৭:৫৪, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপি নারী ও শিশুবান্ধব দল : সেলিমা রহমান

যশোর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপিকে নারী ও শিশুবান্ধব দল হিসেবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলটির নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী অঙ্গীকার।

তিনি বলেন, নারী ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠা ও নারী-পুরুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য।

আজ বুধবার দুপুরে জেলা শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির অগ্রাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বেগম সেলিমা রহমান এসব কথা বলেন।

বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। আর বিএনপি মূলত নারীদের ভোটেই বারবার দেশ পরিচালনার দায়িত্ব পায়।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী ও শিশুদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যা যা করেছেন, দেশবাসী আজও তা স্মরণ করে।

নারী ও শিশুর উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব পরিকল্পনা করেছেন, তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমান প্রমুখ।