বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

ইসলাম

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

 প্রকাশিত: ১৩:৩২, ১৬ অক্টোবর ২০২৫

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

‎রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই রয়েছে প্রকৃত কল্যাণ ও চির মুক্তি। তাই প্রতিটি মুসলমানকেই ব্যক্তিজীবনে যেমন রাসুলের আদর্শ অনুকরণ করা চাই ঠিক তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও যদি নববী আদর্শের আলোকে জীবন সাজাতে পারে তবে কোথাও থাকবেনা কোনো অশান্তি, দুরাচার, হানাহানি ও লুটতরাজ। বরঞ্চ সমাজের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান হবে। আর, এর একমাত্র উপায় হল খেলাফত শাষনব্যবস্থা কায়েম করার লক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।‎

‎ বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।খেলাফত আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান সমাজে সিরাত চর্চা না থাকার ফলে নবীর সুমহান আদর্শ ও খেলাফত শাসনব্যবস্থা এবং তার সুফল সম্পর্কে আমাদের অনেকে জানেই না।

‎তাই সমাজের সর্বস্তরের সকলকে রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ ও এ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আগামীকাল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, পল্টন টাওয়ার এর ৪র্থ তলায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন-এ এক সিরাত সম্মেলনের আয়োজন করেছে।‎এছাড়াও ঘরে ঘরে সিরাত চর্চার উদ্যোগকে সামনে রেখে ঢাকা মহানগর রাসূলে আারাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনভিত্তিক সিরাত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। আগামীকাল অনুষ্ঠিতব্য সিরাত সম্মেলনে বিদগ্ধ আলেম ও সিরাত গবেষকগণ সিরাতের ওপর আলোচনা পেশ করবেন এবং কুইজ বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ।সিরাতের সৌরভে সুরভিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনের চেতনায় উজ্জীবিত হতে মাওলানা মাহবুব সকলকে উক্ত সম্মেলন যোগদান করার আহ্বান জানান।