বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

 প্রকাশিত: ১২:৪৩, ১৬ অক্টোবর ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটিও রাজ্যের দুটি গ্রামে পৃথক হামলায় অন্তত ১৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় একজন রেড ক্রস কর্মকর্তা এ তথ্য জানান।

লাগোস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

রেড ক্রসের প্লাটিও শাখার সেক্রেটারি নুরুদ্দিন হাসান মাজাজি জানান, মঙ্গলবার রাতে বারকিন লাদি জেলার রাখাস ইয়েলওয়া গ্রামে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী।

তিনি বলেন, একই রাতে রাওরু গ্রামে আরেকটি হামলায় আরও দু’জন নিহত হন।

বারকিন লাদি কাউন্সিলের চেয়ারম্যান স্টিফেন পওজক এই হামলাকে ‘দুঃখজনক, অযৌক্তিক ও তীব্র নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও জানান, দুটি হামলায় ১৪ জনের প্রাণহানি একেবারেই অগ্রহণযোগ্য।

দীর্ঘদিন ধরে মধ্য নাইজেরিয়ায় ভূমি ব্যবহার নিয়ে যাযাবর পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

যার মূল কারণ জমির সংকট ও পশুর চারণভূমি কমে যাওয়া। সাধারণত মুসলিম ফুলানি জাতিগোষ্ঠীর যাযাবর পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে এই দ্বন্দ্ব বেশি হচ্ছে।

এ ছাড়া সশস্ত্র দস্যুদের হামলাও এই অঞ্চলে নিয়মিত ঘটনা।

চলতি বছরের শুরুর দিকে প্লাটিও রাজ্যে একের পর এক গণহত্যার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। 

রাজ্য সরকার এসব হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।