বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের

 প্রকাশিত: ১২:৪১, ১৬ অক্টোবর ২০২৫

ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের

শাটডাউন চলাকালে সরকারি কর্মীদের ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের বিচারক সুসান ইলস্টন বুধবার এ নির্দেশ দেন।

শ্রমিক ইউনিয়নগুলোর মামলা দায়েরের পর আদালত এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে। সরকারি কর্মীদের ছাঁটাইকে অবৈধ বলে অভিযোগ আনে ইউনিয়নগুলো।

এর আগে হোয়াইট হাউস জানায়, মার্কিন সরকারের শাটডাইনকালে অন্তত ১০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

হোয়াইট হাউসের বাজেট দফতরের প্রধান রাস ভট ‘দ্য চার্লি কার্ক শো’-এর সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় সংখ্যাটা ১০ হাজারেরও বেশি হতে পারে। আমরা প্রশাসনিক আমলাতন্ত্র বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে চাই।’

সরকারি ব্যয় বরাদ্দ নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে শাটডাউন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।

এমন অবস্থায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি অনুযায়ী কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আদালতে শুনানির সময় সরকারি কর্মীদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানান বিচারক ইলস্টন।

তিনি আরও বলেন, ‘প্রমাণ থেকে দেখা যাচ্ছে, বাজেট দফতর এবং কর্মী ব্যবস্থাপনা দফতর সরকারি কার্যক্রমের স্থবিরতাকে কাজে লাগিয়ে ধরেই নিয়েছে, এখন কোনো নিয়ম-নীতি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।’

অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা যদি নভেম্বরের মধ্যে সরকারে অর্থ বরাদ্দের প্রস্তাবে সমর্থন না দেয়, তাহলে বিরোধীদল সংশ্লিষ্ট বলে বিবেচিত কর্মীদের ব্যাপক ছাঁটাই করা হবে।