শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ ও ইউক্রেনীয়দের দীর্ঘমেয়াদী ভিসা বাতিল শ্রীলংকার

 প্রকাশিত: ১৪:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

রুশ ও ইউক্রেনীয়দের দীর্ঘমেয়াদী ভিসা বাতিল শ্রীলংকার

শ্রীলংকা রুশ ও ইউক্রেনীয়দের জন্যে দীর্ঘমেয়াদী ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে। 
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় এই ভিসানীতি ব্যবহার করে শ্রীলংকায় বসবাস করে আসছে।

রোববার দেশটির অভিবাসন বিষয়ক কমিশনার জেনারেল হর্ষ ইলুকপুটিয়া বলেছেন, সরকার আর ভিসার মেয়াদ বাড়াবে না। আগামী ৭ মার্চের মধ্যে তাদের ফিরতে হবে। 
তিনি আরো বলেছেন, বিমান চলাচল পরিস্থিতি এখন স্বাভাবিক। তাদের ফিরে যাওয়ায় কোন বাঁধা নেই। 

সরকারি হিসেব মতে, গত দু’বছরে দুই লাখ ৮৮ হাজার রুশ এবং প্রায় ২০ হাজার ইউক্রেনীয় শ্রীলংকা সফর করেছে। 

তবে হাজার হাজার রুশ এবং কিছু সংখ্যক ইউক্রেনীয় দ্বীপ রাষ্ট্রটিতে স্থায়ী হওয়ার চেষ্টা করার প্রেক্ষাপটে শ্রীলংকান সরকার এ ঘোষণা দিল।