মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ০১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দাবি না মানলে নির্বাচন ভবনের ফটক অবরোধের হুঁশিয়ারি ছাত্রদলের অর্থ আত্মসাৎ: এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ইরানের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মিছিল সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু হাজার ছাড়িয়েছে

 প্রকাশিত: ১২:২০, ২৩ জুন ২০২২

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু হাজার ছাড়িয়েছে

আফগানিস্তানের একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে ও হাজারো মানুষ আহত হয়েছে। এদিকে ওই অঞ্চলে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যো আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।

এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকতিকায় তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মাদ আমিন হুজাইফা বলেন, ‘লোকজনকে একের পর এক কবর কাটতে দেখা যাচ্ছে।’ তিনি আরও জানান, কেবলমাত্র এ প্রদেশেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

তিনি সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানের বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এখনো অনেক লোক ধ্বংসস্তুপের ভিতর আটকে পড়ে আছে।

খবরে বলা হয়, পার্বত্য এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর থেকেই সারাদিন মৃতের সংখ্যা হুর হুর করে বেড়ে যেতে দেখা যায় এবং আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা সতর্ক করে দিয়ে বলেন, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বেড়ে যেতে পারে।