নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ অঙ্গীকার করেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
একজন হাজীকে সমাবেশস্থল থেকেই মঞ্চে ডেকে পাশাপাশি দাঁড়িয়ে তারেক রহমান বলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী, বেহেশত-দোযখ, সবকিছুর মালিক কে? তখন লাখো জনতা বলে ‘আল্লাহ’।
এরপর তারেক রহমান বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে, তারা বেহেশতের টিকিট দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক? এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়?
এছাড়া যুবসমাজ এবং নারী সমাজের উন্নয়ন এবং দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবার নদীকানন হবে বাংলাদেশ, কর্মসংস্থানের সুযোগ পাবে যুবসমাজ।